পার্বতীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন
দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও উপজেলা প্রশাসন, পার্বতীপুর, দিনাজপুর কর্তৃক পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪২৯ সাড়ম্বরে উদযাপিত হয়।
"এসো হে বৈশাখ এসো এসো" এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মসূচীর মধ্য ছিল মঙ্গল শোভাযাত্রা,আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পার্বতীপুর উপজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল, সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মোঃ আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনীন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন সমাজ, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবীব প্রমুখ।
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা পার্বতীপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ