বাইক ধুয়ে চলে বাদলের সংসার
জীবিকার তাগিদে মানুষ বেছে নেয় নানান পেশা। তেমনি সংসারের সকল চাহিদা মেটাতে অন্যের বাইক পরিষ্কার ও পানি দিয়ে ধোয়ার কাজ করছেন দিনাজপুরের হিলির বাদল হোসেন। এই কাজ করে দিনে ৮০০ থেকে ১০০০ টাকা উপার্জন করেন তিনি।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে হিলি বাজারের মাটির বাসনহাটি গিয়ে দেখা যায়, ছোট একটি ঘর, সামনে তার খোলা ও প্রাচীর দিয়ে ঘিরে একটু জায়গা। মটার দ্বারা হাউজে পানি তুলে রাখছেন। আর অত্যাধুনিক পাইপ মেশিন দিয়ে বাইকে দ্রুতবেগে পানি দিচ্ছে। পরে শ্যাম্পু মাখিয়ে বাইকগুলো ধুয়ে পরিষ্কার করছেন বাদল হোসেন। ময়লা আর কাদা-মাটি লেগে থাকা বাইকগুলো পানি দিয়ে ধুয়ে চকচকা করে তুলছেন। দেখে মনে হবে বাইকটি নতুন।
সকাল ৯ টা থেকে রাত অব্ধি চলে তার বাইক ধোয়ার কাজ। কাজের মান ভাল হওয়ায় সারাদিনে অনেকই বাইক নিয়ে আসেন তার নিকট। অনেকেই আবার দাঁড়িয়ে দেখে তার বাইক পরিষ্কার করার কাজ। দিনে ৮ থেকে ১০ টি বাইক পান তিনি পরিষ্কার করার জন্য। গাড়ি ধুয়ে পালিশ করতে নেন তিনি ১০০ টাকা। তাতে উপার্জন হয় হাজার টাকা। বিদ্যুৎ ও অন্যান্য খরচ বাদ দিয়ে টিকে ৬০০ থেকে ৭০০ টাকা।
বাদল হোসেন গত দুই বছর যাবৎ এই বাইক ধোয়ার কাজ করে আসছেন। সংসারে তার দুই ছেলে এক মেয়ে, মা ও স্ত্রীকে নিয়ে এই আয় দিয়েয় ভালই চলে তার সংসার।
বাইক পরিষ্কার করতে আসা আব্দুল আজিজ বলেন, মাসে আমি দুইবার আমার বাইক পরিষ্কার করে থাকি। বাদলের কাজ বেশ ভাল তাই তারি কাছে গাড়ি পরিষ্কার করি।
লুৎফর রহমান বলেন, হিলিতে আরও কয়েক জায়গায় গাড়ি পরিষ্কার করে। তবে গাড়ি কিনার পর থেকেই আমি এখানে গাড়ি পরিষ্কার করি।
বাইক পরিষ্কারকারী বাদল হোসেন বলেন, জীবিকার তাগিদে এই কাজ করছি। আল্লাহ দিলে সারাদিনে যা কাজ করি তাতে সংসার ভালই চলছে।

মোসলেম উদ্দিন, হিলি দিনাজপুর প্রতিনিধিঃ