সৈয়দপুরে আইডিইবি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শহরের সাহেবপাড়াস্থ রেলওয়ে মূর্তজা ইনস্টিটিউট মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম হুসাইন, আইডিইবি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেহান মিয়া, সহ-শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোবারক হোসেন এবং সহযোগী সদস্য আবুল কালাম, বিএনপিসৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন।
ইফতার পূর্ববতী সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোনায়মুল হক।
সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, আনোয়ানরুল ইসলাম শাহাজী, মাসুদুর রহমান লেলিন, গোলাম মোস্তফা, মৃনাল কান্তি দাস মিন্টু, প্রভাষক মেহেদী হাসান ওরফে সুরোজ মন্ডল, ব্যবসায়ী আলহাজ্ব আজমল সরকার, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী শহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক তহিদুল ইসলামসহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সেখানে ইফতার পূর্ব এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন মো. শামীম। এতে দেশ ও দেশের মানুষের সুখ, কল্যাণ,সমৃদ্ধি কামনা করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: