সৈয়দপুরে ফ্লাইটে যান্ত্রিক ক্রটির কারণে যাত্রা বাতিল : ভোগান্তির শিকার ৭০ যাত্রী
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড্ডয়নের ঠিক পূর্ব মুর্হুতে একটি ফ্লাইটে আকস্মিক যান্ত্রিক ক্রটি দেখায় সেটির যাত্রা বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সৈয়দপুর বিমানবন্দরে এ ঘটনাটি ঘটে। এতে ওই ফ্লাইটের ৭০ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। এ অবস্থায় রাত ১১টার দিকে ফ্লাইটের ২৬ জন যাত্রীকে সৈয়দপুর শহরের একটি আবাসিক হোটেলে রাত্রি যাপনের ব্যবস্থা করে বিমান কর্তৃপক্ষ। আর অন্যান্য যাত্রী বিভিন্ন মাধ্যমে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।
খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি- ৪৯৬ ফ্লাইটটি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী গত বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। আর সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকা যাওয়ার সর্বশেষ ফ্লাইট ছিল সেটি। যথাসময়ে ৭০ জন যাত্রী যথারীতি ফ্লাইটেও উঠে পড়েন। সব যাত্রীরা ফ্লাইটে উঠে বসার পরে যান্ত্রিক ক্রটির কথা ঘোষণা দেওয়া হয়। এ সময় প্রথমে যাত্রীদের ৩০ মিনিট অপেক্ষা করতে বলে ফ্লাইট কর্তৃপক্ষ । কিন্তু রাত সাড়ে ১০টা পর্যন্ত সেটি যান্ত্রিক ক্রটি সারতে কোন পদক্ষেপ নেয়নি তারা। এতে করে ফ্লাইট যাত্রীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ অবস্থায় ফ্লাইটের যাত্রীরা সেখানে চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ফ্লাইটের ২৬ জন যাত্রীর জন্য স্থানীয় একটি আবাসিক হোটেলে রাত্রি যাপনের ব্যবস্থা করেন। রাত সাড়ে ১১টার দিকে ওই সব যাত্রীরা আবাসিক হোটেলের কক্ষে উঠেন। ফ্লাইট যাত্রীদের মধ্যে শিশু ও নারী রয়েছে। যাত্রী ছাড়াও হোটেলে পাইলটসহ পাঁচজন কর্মকর্তা-কর্মচারীও সেখানে যাত্রী যাপন করেন বলে জানা গেছে।
আকস্মিক যান্ত্রিক ক্রটি দেখা দেয়া ফ্লাইটের যাত্রী ছিলেন ঢাকার আদাবর এলাকার বাসিন্দা এম এম ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের স্বত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। তিনি জানান, পঞ্চগড়ের বাংলাবান্ধায় বিজিবির একটি উন্নয়নমূলক কাজ করছেন তাঁর। জরুরী প্রয়োজনে রাতে ঢাকায় ফিরতে ওই ফ্লাইটের টিকিট নিয়েছেন তিনি।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তা সম্ভব হয়নি। তবে সৈয়দপুর বিমানবন্দরের একটি সূত্রে জানা গেছে, ফ্লাইটের ইঞ্জিন আকস্মিক চালু হচ্ছিল না। এ অবস্থায় ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়। শুক্রবার সকালে ঢাকা থেকে প্রকৌশলীরা সৈয়দপুরে এসে ফ্লাইটের যান্ত্রিক ক্রটি সেরে তুলেছেন। আর গতকাল শুক্রবার প্রায় ১২টায় ওই ফ্লাইটটি যাত্রীদের নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকায় উদ্দেশ্যে ছেড়ে গেছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি