শাজাহানপুরে শত্রুতা করে বৃক্ষ নিধন
বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে শত্রুতা পূর্বক রাজিউল ইসলাম (৪৮) নামে এক পশু ডাক্তারের বৃক্ষ বাগানের দেড় শতাধিক বৃক্ষ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রাজিউল ইসলাম উপজেলার আড়িয়া ইউনিয়নের টেকুরগাড়ী গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে। এঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রাজিউল ইসলাম জানান, খোদাবন্ধবালা মৌজায় তিনি তার ৩ বিঘা জমিতে ক্রস বেলজিয়াম গাছ লাগিয়েছেন। মাঝে মধ্যে কে বা কারা রাতের আঁধারে বাগানের দুই তিনটা করে গাছ কেটে ফেলে। এভাবে এক বছরে প্রায় দেড় শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। প্রতিবেশী নাসির উদ্দিন (৬৫) এবং তার দুই ছেলে সোলাইমান হোসেন (৫২) ও শাজাহান আলীর (৪০) সাথে জমি নিয়ে দ্বন্দ চলছে। তারাই এই কাজ করছে বলে স্থানীয় ভাবে শালিশ বৈঠকে ডাকা হলে তারা হাজির হয় না। এমতাবস্থায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে সোলাইমান হোসেন গাছ কাটতে থাকলে হাতে নাতে ধরার চেষ্টা করেন। কিন্তু সোলাইমান আলী বুঝতে পেরে দৌড়ে পালিয়ে যায়। পরে তারা ক্ষিপ্ত হয়ে এসে বসতবাড়িতে হামলা ভাংচুর ও তাকে মারপিট করে। এঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত শাজাহান আলী জানান, তার বড়ভাই সোলাইমান হোসেনকে বাড়ি থেকে ডেকে বের করে নিয়ে গিয়ে মারপিট করেছে রাজিউল ইসলাম। এঘটনায় ক্ষিপ্ত হয়ে জনগন তার বাড়িতে হামলা করেছে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষ্যে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ