শাহ সুলতান কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ইফতার বিতরণ
সরকারি শাহ সুলতান কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে শহরের সাতমাথা মুজিব মঞ্চের সামনে ২ শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিরতণ করা হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক উপ ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা অরন্য তপু, জেলা ছাত্রলীগ নেতা সিজান, মাসুম, বাবু, সিহাব, বিশাল তুর্য, আরাফাত, সৌরভ, নাহিদ, সরকারি শাহ সুলতান কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী রায়হানুল ইসলাম শাওন, স্বাধীন, জহির রায়হান, সোহেল রানা, প্রত্যয় বশাক, কৌশিক, পবিত্র, রায়হান নবী। ইফতার বিতরণকালে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীরা এধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রেস বিজ্ঞপ্তি