চাখারে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন ডিআইজি ড. মহিদ উদ্দিন
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বলহার গ্রামের কৃতি সন্তান খুলনা রেঞ্জের ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার) বলহার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ২০ শতাংশ জমির ওপর বলহার কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
শুক্রবার ১৩ তম রজমানের দিন পবিত্র জুমা বাদ উক্ত মসজিদের জমি দাতা খন্দকার দুলাল,খন্দকার মারুফ ও খন্দকার শাহিন সহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মসজিদের নির্মাণ কাজের সূচনা করা হয়।
এময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাখারের বলহার গ্রামের সন্তান ঝালকাঠি জেলা পরিষদের সদস্য,নলছিটি উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সাবেক শিক্ষা কর্মকর্তা খন্দকার মজিবুর রহমান, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, বলহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সমাজ সেবক খন্দকার জিয়াউল আহসান বাবু,সমাজ সেবক মোঃ সাইদুর রহমান রঞ্জু ও খন্দকার হারুন-অর-রশিদ,মসজিদ বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী মোঃ আরিফুর রহমান মিয়া প্রমুখ। নিজ জন্মভূমি চাখার ইউনিয়নের বলহার গ্রামে এ মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন শেষে খুলনার ডিআইজি ড. খন্দকার
মহিদ উদ্দিন দোয়া মোনাজাত পরিচালনা করেন।
এসময় তিনি মসজিদ নির্মাণে সকল ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে বলেন,, আমি এ মাটির সন্তান, মৃত্যুর পরেও যেন মানুষ আমাকে মনে রাখে সেই ধরনের সামাজিক ভাল কাজ করে যেতে চাই। আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: