ঈদ উপহার নিয়ে ক্বওমী বালিকা মাদ্রাসায় হাকিমপুর নারী উদ্যোক্তারা
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় হযরত ফাতেমাতুয যাহরা (রাঃ) ক্বওমী বালিকা মাদ্রাসায় ছাত্রীদের জন্য ইফতার এবং ঈদ উপহার নিয়ে উপস্থিত হয়েছেন ৩৬ সদস্যের হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সদস্যরা। ঈদ উপহার ও ইফতার পেয়ে খুশি এই মাদ্রাসার শিক্ষার্থীরা।
শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বোয়ালদাড়ের ক্বওমী বালিকা মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে এসব ইফতার খাবার ও ঈদ উপহার পোশাক সহ তৈরির টাকা বিতরণ করেন তাঁরা।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমেনা জান্নাত, নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক রোমেনা আক্তার মনি সহ সকল সদস্যগণ।
সাধারণ সম্পাদক রোমেনা আক্তার মনি বলেন, মানুষ, মানুষের জন্য। জীবন, জীবনের জন্য। আমরা হাকিমপুর নারী উদ্যোক্তারা শুধু নিজেদের স্বাবলম্বী হওয়ার জন্যই কাজ করছি না। অসহায় নির্যাতিত নারীদের পাশে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দাঁড়াবো। আমরা চাই হাকিমপুর উপজেলার সকল নারীরা স্বাবলম্বী হয়ে উঠবে। তাদের সার্বিক সহযোগীতা আমরা করবো।
আজ আমরা এই বালিকা মাদ্রাসায় এসেছি, এক সাথে তাদের নিয়ে ইফতার করেছি, খুবি ভাল লাগছে।
এসময় প্রায় ৬০ জন শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার পোশাকসহ তা তৈরির টাকা তুলে দেওয়া হয়েছে।

হিলি দিনাজপুর প্রতিনিধিঃ