পোরশায় টাপেন্টা ট্যাবলেটসহ দুই যুবক আটক
নওগাঁর পোরশায় ৬১পিছ নেশা জাতীয় ট্যাবলেট টাপেন্টাসহ মনিরুল ইসলাম(৩০) ও আক্তারুল ইসলাম(২৮) নামের দুই যুবককে আটক করেছে পোরশা থানা পুলিশ। আটককৃত মনিরুল ইসলাম পোরশা উপজেলার বিস্নপুর কলনী গ্রামর মৃত জব্বার আলীর ছেলে ও আক্তারুল ইসলাম একই গ্রামের আনারুল ইসলামের ছেলে।
পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, নেশা জাতীয় ট্যাবলেট টাপেন্টা ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে শুক্রবার বিকালে বিস্নপুর পদনপুকুর আম বাগানে অভিযান চালিয়ে তাদেও দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬১পিছ টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে এবং গতকাল শনিবার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :