বগুড়া সদর উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
বগুড়া সদর উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে তাইফুর রহমান সুমন সভাপতি ও প্রভাষক শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার দুপুরে শহরের মাটিডালি হোটেল ক্যাসেল সোয়াদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সম্মেলনের উদ্বোধক বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বর্তমান সরকারের কৃষিখাতে বহুবিধ উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধান অতিথি বলেন, সার কেনার জন্য এখন আর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না। সরকার কৃষিখাতে নানা ধরনের ভতুকি প্রদান করছে, বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি দিচ্ছে।
তিনি আরো বলেন, কৃষক লীগ সংগঠনে জামাত-বিএনপির কোন ঠাই নেই। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে তাদের মুল্যায়ন করতে হবে। যারা দীর্ঘদিন ধরে জামাত-বিএনপির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে তাদেরকে নেতৃত্বে নিয়ে আসতে হবে।
বগুড়া সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু জাফর ফরাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, মৎস্য ও প্রাণি বিষয়ক সম্পাদক এবং রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য কৃষিবিদ সামছুদ্দিন আল আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক আজমল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জু। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতা আবু বক্কর সিদ্দিক রাজা, সদস্য ও দায়িত্বপ্রাপ্ত নেতা বজলার রহমান বকুল।
সদর কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক প্রভাষক শহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি আনোয়ার পারভেজ বাবু, অধ্যাপক শ্যামল পাইকার, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, শাহিন কাদির জোয়ারদার, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার, আরিফুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক মাহমুদ খান ডন, কৃষি ও ফলজ বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, ত্রাণ সম্পাদক বকুল মিয়া, বিদ্যুৎ পানি ও সেচ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, কৃষি ঋণ বিষয়ক সম্পাদক বকুল আহম্মেদ, শেরপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লিটন, শহর কৃষক লীগের আহ্বায়ক মাসুদ রানা সরকার, যুগ্ম আহ্বায়ক হযরত আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে তাইফুর রহমান সুমন কে সভাপতি ও প্রভাষক শহিদুল কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বগুড়া সদর উপজেলা কৃষক লীগের কমিটি ঘোষনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি