শাজাহানপুরে যুবলীগনেতার ইফতার বিতরণ
বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি আলী ইমাম ইনোকীর উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল করা হয়েছে।
শনিবার ইফতারে পূর্বে গোহাইল পালাহার আশ্রয় প্রকল্পে রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তাজনুর রহমান শাহীন,গোহাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শ্যামল হোসেন সেলিম,সাবেক সভাপতি সেলিম রেজা,যুগ্ম-সাধারন সম্পাদক এমদাদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন, ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন আলী, রকি ইসলাম, মিজানুর রহমান মজনু, ছাত্রলীগ নেতা সৌরভ, মানিক,মেহেদী, লিটন,আনারুল, রিপন সহ প্রমুখ।
পরিশেষে আশ্রয়নের প্রকল্পের সভাপতি শাজাহান আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী সঞ্চালনায় দোয়া মোনাজাত করা হয়।
আলী ইমাম ইনোকীর জানান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়েবাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল আহবানে নিজ অর্থায়নে আশ্রয়ন প্রকল্পের অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণের আয়োজন করছি।
পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি