শাজাহানপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
বগুড়ার শাজাহানপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (১৭ এপ্রিল) উপজেলা প্রশাসনেরআয়োজনে বাংলাদেশ স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হযরত আলী,উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন,উপজেলা সমবায় কর্মকর্তা কাজী ফাতেমা তুস যোহরা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ,উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান,উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা সহ সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু বলেল,ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন। একাত্তরের এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ