শিবগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। এছাড়াও ১৭ এপ্রিল মন্ত্রিসভার শপথ গ্রহণের তারিখ নির্ধারিত হয়। তাজউদ্দিনের ভাষণের মধ্য দিয়েই দেশ-বিদেশের মানুষ জানতে পারেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম পরিচালনার লক্ষ্যে একটি আইনানুগ সরকার গঠিত হয়েছে। এরই পথপরিক্রমায় ১৭ এপ্রিল সকালে মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে। দিনটি স্মরনীয় করে রাখতে সরকার ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় দিবসটি উদযাপন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.তারক নাথ কুন্ডু, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম গোলাম সারওয়ার জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিএম আব্দুল হামিদ, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাসার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক, উপজেলা আনছার ভিডিবি কর্মকর্তা মুঞ্জুরুল আলম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ইসমাইল, উপজেলা তথ্য আপা রোমানা আক্তার, শিবগঞ্জ উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক সুবির দত্ত,সদস্য সচিব মোহনলাল কানু প্রমূখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ