খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা বরিশালের বানারীপাড়ার কৃতি সন্তান মাহবুব হাসান শিকদারের উদ্যোগে ঢাকাস্থ বানারীপাড়া উপজেলার শহীদ জিয়ার আদর্শের সৈনিক (ছাত্র ও যুবসমাজ) নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ এপ্রিল শনিবার ঢাকার নয়া পল্টনে চায়না টাউন মার্কেটের ২২তলায় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বানারীপাড়ারার প্রায় চার শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল,বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজ আলম মিঠু, বানারীপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শাহাদাত হোসেন সোহেল ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মাহাতাব উদ্দীন,সাবেক ছাত্রদল নেতা কে.এইচ সাঈদ,ঢাকার সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মাদ ফাইজুল ভুঁইয়া প্রমুখ

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥