বগুড়ায় ২৯ ভিক্ষুককে মালামালসহ দোকানঘর হস্তান্তর
বগুড়ার ২৯ ভিক্ষুককে মালামালসহ দোকানঘর হস্তান্তর করেছে জেলা সমাজ সেবা অধিদপ্তর। প্রত্যেক ভিক্ষুককে জন প্রতি ৫০ হাজার টাকা ব্যয়ে প্রত্যেককে একটি দোকানঘর তৈরিসহ মালামাল দেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে রোববার বেলা ১২টায় মালামালসহ দোকানঘর হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
‘ভিক্ষাবৃত্তিতে নিযোজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্তান’ শীর্ষক কর্মসূচির আওতায় কর্মসংস্থান সহায়ক বিপনীবিতান পেয়ে সদর উপজেলার মোখলেছার রহমান, সদরের কর্ণপুর দক্ষিণ পাড়ার খুকি বিবি, সরলপুর ইউনিয়নের আমেদ বেগম, গাবতলী উপজেলার দূর্গাহাটার পল্টু মিয়ার মতো ২৯ ভিক্ষুক আবেগে আপ্লুত হয়ে পড়েন।
তারা জানান, ভিক্ষার জীবন তাদের কাছে অপমানের। ভিক্ষা চাইতে গেলেই প্রতিনিয়ত অপমানিত হতে হয়। এখন তারা দোকান পেয়ে সমাজে অণ্যদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে চায় এমনটি জানালেন উপকারভোগী খুকি বেগম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা সমাজসেবা অফিসার আবু সঈদ মো. কাওছার রহমান, সমাজসেবা সহকারী পরিচালক আতাউর রহমান, শহর সমাজসেবা অফিসার নূরুল ইসলামসহ ১২ উপজেলার সমাজসেবা অফিসারবৃন্দ।
জেলা প্রশাসক বলেন ,সরকার চায় ভিক্ষার হাত হোক কর্মের হাতিয়ার। সমাজে তারা যেন অবহেলিত না থাকেন।
জেলা সমাজসেবা অফিসার বলেন, নতুন করে আবার বরাদ্দ এলে ভিক্ষুকদের তালিকা তৈরি করে দোকানঘরে মালামাল সাজিয়ে বরাদ্ধ দেওয়া হবে। যাদের দোকান দেওয়া হলো তাদের কার্যক্রম মনিটরিং করা হবে।

অনলাইন ডেস্ক