পঙ্গু মাসুমকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন এমপি শাহে আলম
বরিশালের বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় বাম পা হারানো ওয়ার্ড আওয়ামী লীগ নেতা অসহায় মাসুম সিকদারের দুঃখ-দুর্দশার কথা শুনে তার সাহায্যার্থে এগিয়ে আসেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১ লক্ষ টাকা মাসুমের সাহায্যার্থে বরাদ্দ করার ব্যবস্থা করেন।
রবিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তিনি নিজ হাতে সেই ১ লক্ষ টাকার চেক পা হারানো মাসুম সিকদারের কাছে হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আনিসুর রহমান, বরিশাল জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাওলাদ হোসেন (সানা) প্রমুখ।
উল্লেখ্য, সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার (পশ্চিম) গ্রামের প্রয়াত হালিম সিকদারের ছেলে মাসুম সিকদার বানারীপাড়া বন্দর বাজারের কাপড়ের ব্যবসা করাকালীন ২০১৪ সালে ঝালকাঠি শহর থেকে টমটমযোগে বানারীপাড়ায় আসার পথে ঝালকাঠির নবগ্রাম নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর দীর্ঘদিন চিকিৎসা শেষে তার বাম পা কেটে ফেলতে হয়। চিকিৎসার পেছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মাসুম একেবারে নিঃস্ব ও রিক্ত হয়ে যান। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে বিভিন্ন সাহায্য-সহযোগিতার মাধ্যমে তিনি কোনোমতে বেঁচে আছেন। তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহমদাবাদ (বেতাল) গ্রামে শ্বশুরবাড়ি এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন। সেখানকার বেতাল বাজারে মাসুমের একটি ছোট মুদি-মনোহারী দোকান রয়েছে।

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: