বগুড়ায় আ’লীগ নেতা আব্দুর রহিম হত্যা মামলায় নারাজি গ্রহন করেছে আদালত
একদিকে ছেলের শোক অন্য দিকে ছেলে হত্যার বিচারের আশায় প্রহর গুনছেন বৃদ্ধা মা ছমিরন বিবি (৮২)। ছেলে হত্যার আড়াই বছরে পুত্র শোকে যখন শারিরিক, মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন, কেঁদে কেঁদে যখন দু’চোখ হারাতে বসেছেন, এমতাবস্থায় মামলার প্রধান আসামীসহ প্রথম সারির ৭ আসামীকে অভিযোগপত্র থেকে বাদ দেয়ার খবর পেয়ে হতাশায় ভেঙ্গে পড়েন তিনি। অবশেষে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজির আবেদন করলে আদালত তা আমলে নেয়ায় সুবিচার পাওয়ার আশায় আবারো বুক বেঁধেছেন ছমিরন বিবি।
ছমিরন বিবি বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের জনপ্রিয় আওয়ামী লীগ নেতা মাছ ব্যবসায়ী আব্দুর রহিমের (৫০) মা।
আব্দুর রহিম সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা গ্রামের মোজাহার সরকারের পুত্র এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি।
মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডে বাঁধা দেয়ায় ২০১৯ সালের ১৪ নভেম্বর সকাল ১০টার দিকে অদ্দিরখোলা বাজারে প্রকাশ্য দিবালোকে এলাকার প্রভাবশালীদের হাতে নৃশংস ভাবে খুন হন আব্দুর রহিম। আব্দুর রহিম একজন ভাল মানুষ ও জনপ্রিয় আওয়ামী লীগ নেতা ছিলেন। যার কারণে হত্যাকারীরা প্রভাবশালী হওয়ার পরও তাদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকার হাজার হাজার নারী-পুরুষ। এঘটনায় আব্দুর রহিমের বড়ভাই আব্দুল বাছেদ সরকার বাদী হয়ে এজাহারভুক্ত ১১ জন এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে মামলার ১ থেকে ৬ নং এবং ১১ নং মোট ৭জন আসামীকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র (চার্জসীট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি বগুড়ার সহকারী পুলিশ সুপার হাসান শামীম ইকবাল। পরে বাদিপক্ষ আদালতে নারাজি করলে আদালত এবছরের ৩ মার্চ নারাজি মুঞ্জুর করে অধিকতর তদন্ত পূর্ব প্রতিবেদন জমা দেয়ার জন্য পুলিশ সুপার বরাবর আদেশের অনুলিপি প্রেরণের নির্দেশ দেন।
মামলার বাদি আব্দুল বাছেদ সরকার জানান, যারা আব্দুর রহিমকে নৃশংস ভাবে হত্যা করেছে তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সহ অন্যায় অপরাধের সাথে জড়িত। মামলার আসামী মনির, ইলিয়াছ, ইকবাল ও ইসরাইল চার ভাই। এদের বাবা মৃত ইউনুছ সরকার মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির চেয়ারম্যান ছিল। বড়ভাই ইকবাল ইউনিয়ন বিএনপির সভাপতি, ইলিয়াছ ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি, মনির ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এবং ইসরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আরেক ভাই হারুনুর রশিদ ইউনিয়ন জামায়াতের আমীর। এই পরিবারটি আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয়পার্টির রাজনীতির সাথে মিশে গিয়ে যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের ক্ষমতার প্রভাব খাটিয়ে এই এলাকাকে কুক্ষিগত করে রাখে। ইসরাইল ও মনিরের ছত্রছায়ায় মামলার অপর আসামী সাইফুল ও ঠান্ডু সহ অনেকে এই এলাকাকে মাদক রাজ্যে পরিনত করেছে। হত্যাকান্ডের কয়েক মাস আগে রাজু নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ পুলিশকে ধরিয়ে দিয়েছিলেন আব্দুর রহিম। এরই জের ধরে আব্দুর রহিমকে নৃশংস ভাবে হত্যা করা হয়। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রভাবিত হয়ে মামলার মূল আসামীদেরকে বাদ দিয়ে চার্জশীট দিয়েছিলেন। আদালত বিষয়টি বুঝতে পেরে নারাজি গ্রহন করেছেন।
আব্দুর রহিমের ছোটবোন মরিয়ম আকতার মনিকা জানান, ছেলের শোকে মা দিন রাত কেঁদে কেঁদে তার দৃষ্টিশক্তি হারাতে বসেছে। শারিরিক মানুষিক ভাবে অসুস্থ্য হয়ে পড়েছেন। বড়ভাই আব্দুর রহিম তার স্ত্রী ও শিশুপুত্রসহ ৪ নাবালক ছেলে সন্তান রেখে গেছেন। দূর্বিষহ তাদের সংসার।
আব্দুর রহিমের বৃদ্ধা মা ছমিরন বিবি কেঁদে কেঁদে বলেন, ছেলেকে তো হারিয়েছি। তাকে তো আর ফিরে পাবো না। কিন্তু সোনার টুকরো ছেলেকে যারা মেরেছে মরার আগে তাদের শাস্তি দেখে যেতে চাই। তোমরা আমার এই মনে আশা একটু পূরণ করো বাবা।
বাদী পক্ষের আইনজীবি এজিএম সামছুদ্দিন স্বপন জানান, মামলার তদন্ত কর্মকর্তা মূল আসামীদেরকে বাদ দিয়ে চার্জশীট দিয়েছিলেন। পরে আদালতে নারাজির আবেদন করা হলে বিজ্ঞ আদালত নারাজি মুঞ্জুর করে অধিকতর তদন্ত পূর্ব প্রতিবেদন জমা দেয়ার জন্য পুলিশ সুপার বরাবর আদেশের অনুলিপি প্রেরণের নির্দেশ দিয়েছেন।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি