বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বগুড়ায় সোমবার বর্ণাঢ্য আয়োজনে পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বর্ণিল সাজে সজ্জিত প্যান্ডেলে জেলার সকল শ্রেণীপেশার হাজারো মানুষের সম্মিলিত কণ্ঠে এই আয়োজনে দেশ ও দশের মঙ্গল কামনায় দোয়া পাঠ করা হয়।
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম এর সার্বিক ব্যবস্থাপনায় ইফতার পূর্ব আলোচনা সভায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। বাংলাদেশের পুলিশের পক্ষে তিনি বলেন, হাজারো মানুষকে সাথে নিয়ে মাহে রমজানের পবিত্র দিনে বগুড়া জেলা পুলিশ যে বর্ণিল আয়োজন করেছে তা সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, জনবান্ধব পুলিশিং এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ আজ দেশের সর্বত্রই প্রশংসিত। সাধারণ মানুষের কাতারে থেকে ভোগান্তিহীন সেবা প্রদানের ইতিবাচক ধারাবাহিকতা বগুড়াতে বরাবরের মতোই অব্যাহত থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এছাড়াও সুন্দর ও নিরাপদ জেলা বিনির্মাণে তিনি শুধু সকলকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। এছাড়াও দেশ ও জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিআইজি বাতেন। ইফতার মাহফিলে এসময় উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, সিনিয়র জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার, জেলা প্রশাসক মো: জিয়াউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ডা: মকবুল হোসেন , বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া শজিমেক এর অধ্যক্ষ প্রফেসর রেজাউল আলম জুয়েল, জেলার অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন ও অর্থ), আব্দুর রশিদ (ক্রাইম অ্যান্ড অপস্), মোতাহার হোসেন (ডিএসবি), শরাফত ইসলাম (সদর সার্কেল), দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টুসহ জেলার সকল পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ, সকল উপজেলা চেয়ারম্যান, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, বগুড়া পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ষ্টাফ রিপোর্টার