শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দেশের কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।
থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবী আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।
মঙ্গলবার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের আয়োজনে বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা উপজেলা কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগ নেতা এমদাদুল হক এমদাদ, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আমিনুল হক দুদু, সাবেক জেলা পরিষদ সদস্য আওয়ামীলীগ নেতা মারুফ রহমান মঞ্জু, পৌর আওয়ামীলীগ ত্রাণ বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা কৃষক লীগ সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, রাম প্রসাদ গুপ্ত শুভ, উপজেলা কৃষক লীগ সাধারন সম্পাদক শাহিনুর আলম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, হাঞ্জেলা রহমান রানা, গোলাম রব্বানী, মহিলা বিষয়ক সম্পাদিকা শিউলী বেগম, বিদ্যুৎ ও সেচ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ, পৌর কৃষক লীগ সভাপতি মাহবুর রহমান, সাবেক ছাত্র লীগ নেতা আজিজুল হক সহ পৌর ও ইউনিয়ন কৃষক লীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ