বগুড়ায় তথ্য অধিকার আইনের ব্যবহার এডভোকেসী ও লবিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
বগুড়ায় দুই দিনব্যাপি তথ্য অধিকার আইনের ব্যবহার, এডভোকেসি ও লবিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বগুড়া ওয়াইএমসিএ পলবেসরা অডিটোরিয়ামে আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়া সহযোগিতায় ও নেদারল্যান্ড দূতাবাস ঢাকার অর্থায়নে মেরী সমাজ কল্যাণ সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে।
সংস্থার নির্বাহী পরিচালক মেহেরুন্নেছা মেরীর সভাপতিত্বে প্রশিক্ষণ পরিচালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়া মরিয়ম শেলী ও আর্টিকেল নাইনটিন ট্রেনিং রিসোর্স পার্সন শামীমা চৌধুরী।
প্রশিক্ষণে এডভোকেসি ও লবিং বিষয়ে বিষদ আলোচনা করা হয়। উক্ত আলোচনায় এডভোকেসি ও লবিংয়ের উদ্দেশ্য ও গুরুত্ব, এডভোকেসির উপাদান: যেমন- ইস্যু উদ্দেশ্য ও লক্ষ্য, কর্মকৌশল, পদ্ধতি, লক্ষ্যিত ব্যক্তি বা জনগোষ্ঠী, অংশীভাগী বা পার্টনার, স্টেকহোল্ডার এবং বিরোধিতাকারী, জোট, নেটওয়ার্ক, মৈত্রী, বার্তা ও মাধ্যম, লবিং, পরিবীক্ষণ ও মূল্যায়ন, এডভোকেসির ধাপ, সমস্যাবৃক্ষের নমুনা, পরিবীক্ষণ ও মূল্যায়নসহ অন্যান্য বিষয় স্থান পায়।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা মো. আজাহার আলী।

প্রেস বিজ্ঞপ্তি