চাঁদাবাজির সাথে কোন পুলিশ সদস্য জড়িত হলে তার চাকরি থাকবে না- ডিআইজি বাতেন
বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম বলেছেন, আসন্ন ঈদ-উল-ফিতর উপলে মহাসড়ক ও সড়কে কোন ধরণের চাঁদাবাজি চলবে না। নিরাপদ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতে সড়কে যারাই প্রতিবন্ধকতা তৈরি করবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেয়া হবে সেটা হোক শ্রমিক নেতা কিংবা কোন পুলিশ সদস্য। ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজিকে রুখে দিয়ে ভোগান্তিহীন ঈদযাত্রা নিশ্চিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। এছাড়াও কঠোর হুশিয়ারী দিয়ে ডিআইজি বলেন, সড়কে চাঁদাবাজির সাথে কোন পুলিশ সদস্য জড়িত হলে তার চাকরি থাকবে না।
মঙ্গলবার সকাল ১১টায় বগুড়া শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালে আসন্ন পবিত্র ঈদ-উল- ফিতর উপলে নিরাপদ ও হয়রানিমুক্ত ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডিআইজি আব্দুল বাতেন আরও বলেন, অভিযোগ রয়েছে সড়কে চাঁদাবাজির কারণে বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি ঘটে যা অত্যন্ত লজ্জার ও দু:খের। তাই চাঁদাবাজি কোনভাবেই সহ্য করা হবে না তাই আর এর সাথে কেউ যুক্ত হলে সরাসরি তাকে অবগত করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, ঈদ উপলে রাস্তায় ব্যস্ততা বাড়বে। তাই চালকদের বেশি সচেতন হতে হবে। বেপরোয়া গতিতে গাড়ী চালালেই কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নির্দিষ্ট স্টেশন ও টার্নিমাল ছাড়া কোন গাড়ী যত্রতত্র থামিয়েও যাত্রী উঠানো নামানো থেকে বিরত থাকতে তিনি সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে ডিআইজি বাতেন আরো বলেন, পুলিশ তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে কাজ করবে কিন্তু যানবাহনের সাথে সংশ্লিষ্টদেরও এগিয়ে আসতে হবে একটি ইতিবাচক পরিবর্তনের জন্যে নইলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকেই দিনশেষে ছাড় দেয়া হবেনা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বলেন, নিরাপদ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সাথে চাঁদাবাজদের বিরুদ্ধে তিনি বগুড়ায় জিরো টলারেন্স ঘোষণা করেন। রাজশাহী রেঞ্জের ডিআইজি’র নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশ সুপার অনুষ্ঠানে কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, ‘বগুড়ায় সড়ক বা মহাসড়কে কোন শ্রমিক নেতা বা বিভিন্ন সংগঠনের নাম পরিচয় ব্যবহারকারী কেউ চাঁদাবাজি করতে পারবে না’ আর পুলিশের কোন সদস্যের বিরুদ্ধে যদি চাঁদাবাজির অভিযোগ আসে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে মর্মে হুশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বগুড়া জেলা বাস, মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ আখতারুজ্জামান ডিউক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বাস মালিক নেতা তৌফিক হাসান ময়না, ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি শাহরিয়ার আরিফ ওপেল, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু, শেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন, ট্রাক শ্রমিক নেতা আব্দুল মান্নান মন্ডল এবং রাসেল মন্ডল। অনুষ্ঠানে এ সময় বগুড়া হাইওয়ে পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন ও অর্থ), আব্দুর রশিদ (ক্রাইম অ্যান্ড অপস্), শরাফত ইসলাম (সদর সার্কেল), সদর থানার ওসি সেলিম রেজাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, মোটর মালিক গ্রুপ ও শ্রমিক সংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ষ্টাফ রিপোর্টার