রাণীনগর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের প্রয়াত তিন সাংবাদিকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রেসক্লাবের নিজস্ব ভবনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল । অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজাররহমান,রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা,কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, আওয়ামীলীগ,বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সভাপতি/সম্পাদকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এবং অত্র প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :