বগুড়ায় সোনালী ব্যাংক প্রিন্সিপাল কমিটির ইফতার ও দোয়া মাহফিল
বগুড়ায় সোনালী ব্যাংক এমপ্লোয়ীজ ইউনিয়ন বি-২০২ প্রিন্সিপাল কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় এ আয়োজন করা হয়।
সোনালী ব্যাংক সিবিএ সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আছাদুর রহমান দুলু।
সোনালী ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক মো. তোজাম্মেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন নবাব, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম, মো. আব্দুর রাজ্জাক, ফারুক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মো. নুর খাঁন, মতিউর রহমান, মেহেদী হাসান, শওকত আলী, সুলতান মিয়া, সাইফুল ইসলাম, শাহ জামাল উদ্দিন, রতন, রেজাউল করিম খানসহ প্রমুখ।
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি