শাজাহানপুর কৃষকদের ধান বীজ ও সার বিতরণ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।
এসময় উপস্থিত ছিলেন চোপিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু,উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম কবির,ফারহানা আফরোজ সহ সাংবাদিক,উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ২০২১-২২ অর্থবছরে খরিপ-১ /২০২২-২৩ মৌসুমি আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জনপ্রতি ৫ কেজি উফশী আউশ ধান বীজ,২০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ