সঠিক তথ্য প্রাপ্তি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজের অঙ্গিকার বগুড়া তথ্য অফিসের
বগুড়া জেলা সিনিয়র তথ্য অফিসার কবির উদ্দিন বলেছেন, বর্তমান সরকার দেশের শহরাঞ্চল থেকে শুরু থেকে তৃণমূলের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নানা ইতিবাচক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছে। শুধু তাই নয় পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এশিয়ান হাইওয়েসহ দেশের বিভিন্ন স্থানে অবকাঠামোগত উন্নয়ন সাধনসহ বড় বড় প্রকল্পে কাজ চলমান। সরকারের দায়িত্বপ্রাপ্ত দপ্তর হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় জেলা তথ্য অফিসগুলো সরকারের এই ইতিবাচক উন্নয়নগুলোর চিত্র তৃণমূলে পৌঁছানোর চেষ্টা করছে যাতে গণমাধ্যমকর্মীসহ সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। যাতে করে সঠিক তথ্য প্রাপ্তির মাধ্যমে সরকারের উন্নয়মূলক সুযোগ-সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না।
বৃহস্পতিবার সকালে বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২১-২০২২ এর আলোকে অংশীজনের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তিনি আরো বলেন, সাধারণ মানুষ শুধুমাত্র সঠিক তথ্য জানতে পারেনা বলে সরকারি অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয় এবং মাঝে অবৈধ সুযোগ হাতিয়ে নেয় এক শ্রেণীর সুবিধাবাদী চক্র যা সম্মিলিত প্রচেষ্টায় বন্ধ করতে হবে।
সভায় এসময় অংশীজনদের মাঝে আরো উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: রাসেল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বগুড়া জেলা শাখার সভাপতি গৌতম কুমার দাস, রেডিও মুক্তির স্টেশন ম্যানেজার আরিফুল ইসলাম, দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার পক্ষে সাজেদুর রহমান, জেলা তথ্য অফিসের জুলফিকার মো: আব্দুর রউফ প্রমুখ।

ষ্টাফ রিপোর্টার