বগুড়ায় মান্নান আকন্দকে গ্রেফতারের দাবিতে সাংবাদিক নেতাদের যৌথ বিবৃতি
বগুড়ার বিতর্কিত ব্যবসায়ী আব্দুল মান্নান আকন্দকে অবিলম্বে গ্রেফতার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শুকরা টিভি’ নামে যে অবৈধ প্লাটফর্ম ব্যবহার করে তিনি মানহানিকর বক্তব্য দিচ্ছেন, সেটি দ্রুত বন্ধ করতে প্রশাসনিক ও আইনী পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন বগুড়ার সাংবাদিক নেতৃবৃন্দ। বগুড়া প্রেসক্লাব ও সংগঠনটির সভাপতি মাহমুদুল আলম নয়নের নামে মিথ্যা, বিভ্রান্তিকর, অশালীন এবং কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ এই দাবি জানান। এছাড়া বিতর্কিত এই ব্যবসায়ী বগুড়া প্রেসক্লাবকে অবরুদ্ধ করার হুমকি প্রদান করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে। তিনি শুধু হুমকি প্রদানই নয়, বরং চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়ে সাংবাদিক সমাজকে হেয় প্রতিপন্ন করেছেন।
বিবৃতি প্রদানকারিরা হলেন- বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর ও রেজাউল হাসান রানু, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আখতারুজ্জামান, মিলন রহমান ও আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নরে সাধারণ সম্পাদক জেএম রউফ, সাবেক সাধারণ সম্পাদক ঠাণ্ডা আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজা, সাধারণ সম্পাদক গণেশ দাস, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু ও এসএম কাওছার, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাজেদুর রহমান সিজু, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাফ-উদ-দৌলা ডিউক, সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্লব, বগুড়া ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুর রহমান রানা, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মেহেরুল সুজন প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বগুড়া প্রেসক্লাব ও এই সংগঠনের সভাপতির বিরুদ্ধে যে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। বিতর্কিত ওই ব্যবসায়ী ইউটিউবে অবৈধ চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে দেশের শীর্ষ নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে একের পর এক আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রদান করলেও প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থ্ াগ্রহণ করেনি। এতে প্রতীয়মান হয় যে প্রশাসনের প্রচ্ছন্ন ছত্রছায়াতেই তিনি এসব অপকর্ম করছেন। তাঁর মতো আত্মস্বীকৃত এক অপরাধী বীরদর্পে এসব অপকর্ম চালিয়ে যাবে তা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারেনা।
বিতার্কিত এই ব্যক্তির অপপ্রচার বন্ধে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতারসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করলে বগুড়ার সাংবাদিক সমাজ আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি