স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুরের উদ্যোগে একটি বৃদ্ধাশ্রমে ঈদ উপহার প্রদান
নীলফামারীর সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ এর উদ্যোগে একটি বৃদ্ধাশ্রমে থাকা বয়স্ক মানুষের জন্য ঈদ উপহার হিসেবে নতুন জামা কাপড় ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) নীলফামারীর কিশোরগঞ্জে অবস্থিত নিরাপদ বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ মানুষের জন্য ওই ঈদ উপহার দেয়া হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুর এর প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রধান সাজেদুর রহমানের হাতে ওই ঈদ উপহার সামগ্রী তুলে দেন। ঈদ উপহারের মধ্যে জামা-কাপড়, পোলাও চাল, সেমাই, চিনি, দুধসহ অন্যান্য খাদ্য সামগ্রী।
এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুরের সদস্যদের মধ্যে সামিউল, রাজা, আয়ান, জয়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী বিতরণের আগে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নিরাপদ বৃদ্ধাশ্রমের অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করে ও তাদের বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। এ সময় তারা সেখানে তাদের সঙ্গে কিছু সময়ও অতিবাহিত করেন।
স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুরের সদস্য মো. সাজু বলেন, বৃদ্ধাশ্রমে থাকা পরিবার-পরিজন বিহীন বৃদ্ধ মানুষগুলোই ঈদ উপহার সামগ্রী পাওয়ার প্রকৃত হকদার। আমরা প্রকৃত জায়গা ঈদ উপহার পৌঁছি দিতে পেরেছি বলে মনে করছি।
এদিকে, ঈদের নতুন জামা পেয়ে উচ্ছ্বসিত বৃদ্ধাশ্রমে থাকা মানুষগুলো। এ সময় তাদের চোখে মুখে ছিল আনন্দাশ্রু। এ সময় তারা ঈদ উপহারের নতুন জামা কাপড় ও ঈদ সামগ্রীগুলো হাতে নিয়ে নেড়েচেড়ে দেখেন। আবার তাদের মধ্যে কেউ কেউ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া দেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: