হিলিতে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ১
দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযানে ২১ পুরিয়া হেরোইন ও ১৭ পিচ ইয়াবা সহ এক জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হিলি পৌর এলাকার রাজধানী মোড়ের মৃত নবাব আলীর ছেলে আনসার আলী (৪৯)।
শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় রাজধানী মোড় এলাকা থেকে ইয়াবা ও হেরোইন সহ পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম।
তিনি জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী মোড় এলাকায় সঙ্গী ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে ২১ পুরিয়া (২ গ্রাম) হেরোইন এবং ১৭ পিচ ইয়াবা সহ আনসার আলীকে হাতেনাতে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেল-হাজতে পাঠানো হবে।

দিনাজপুর প্রতিনিধিঃ