বগুড়া-সিরাজগঞ্জ রেল লাইন র্নিমান কাজ শীঘ্রই শুরু
বগুড়া-সিরাজগঞ্জ রেল লাইন নির্মাণ কাজ শীঘ্রই শুরু হতে চলছে।আগামী জাতীয় নির্বাচনের আগেই বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, এই প্রকল্পের কিছু জটিলতা ছিল। এছাড়াও প্রকল্প এলাকার সুবিধা ও অসুবিধা দেখতে আমি এখানে এসেছি৷ বর্তমানে প্রকল্প নিয়ে আর কোন জটিলতা নেই। আগামী জাতীয় নির্বাচনের আগেই এ রেলপথ নির্মাণের কাজ শেষ হবে।
শনিবার (২৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে বগুড়া স্টেশন ও বগুড়া-সিরাজগঞ্জ রেল লাইন সম্ভাব্য রুট রাণীহাট স্টেশনের স্থান সরেজমিনে পরিদর্শনে এসে এসব তথ্য জানান।
এ সময় নুরুল ইসলাম সুজন জানান, ভারতের লাইন অব ক্রেডিটের আওতায় এই প্রকল্পটিতে অর্থ ব্যয় করা হবে।পাশাপাশি পুরো প্রকল্পে সাড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকার মতো খরচ হবে। এছাড়াও প্রকল্প পরামর্শকেরা ইতিমধ্যে কোথায় কোথায় ব্রিজ, ফ্লাইওভার, আন্ডারপাস নির্মাণ হবে তা নিয়ে কাজ শুরু করেছেন। দ্রুত রেলপথ যাচাইয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক জিয়াউল হক,পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু,সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু,বগুড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু,শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ,থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, বগুড়া স্টেশন মাস্টার সাজেদুর রহমান সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, রেল বিভাগের প্রকৌশলী ও প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বগুড়া রেল স্টেশন থেকে জানা যায়, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পে মূল রুট ধরা হয়েছে ৭২ কিলোমিটার।বগুড়ার রানীরহাট এলাকা থেকে সিরাজগঞ্জের এম মনসুর আলী স্টেশন পর্যন্ত এ রুট হবে।এই প্রকল্পের আওতায় ডুয়েল গেজের দুটি রেলপথ নির্মাণের পরিকল্পনা হয়েছে।
এছাড়াও বগুড়ার কাহালু স্টেশন থেকে রাণীরহাট পর্যন্ত ১২ কিলোমিটারসহ মোট ৮৪ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ হবে।বগুড়া শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে রাণীরহাটে জংশন নির্মাণ করা হবে।পাশাপাশি বগুড়া-সিরাজগঞ্জ রুটে শেরপুর, চাঁন্দাইকোনা, রায়গঞ্জ, কৃষাণদিয়া ও সদানন্দপুর স্টেশন স্থাপন করা হবে। প্রস্তাবিত ৮৪ কিলোমিটার রেলপথের জন্য ৯৬০ একর জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বগুড়ায় ৫২ কিলোমিটার রেলপথের জন্য ৫১০ একর এবং সিরাজগঞ্জের ৩২ কিলোমিটারের জন্য ৪৫০ একর জমি।
এর আগে গত ১২ এপ্রিল ঢাকায় রেলভবনে বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন বাস্তবায়ন পরামর্শ সভায়,বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ বাস্তবায়নে সাতটি রেলওয়ে স্টেশন নির্ধারণ করা হয়েছে।
বগুড়ার রানীর হাট, শাজাহানপুর, আড়িয়া বাজার, শেরপুর, সিরাজগঞ্জের রায়গঞ্জ, চান্দাইকোনা, কৃষাণদিয়া। একই সঙ্গে একটি রেলওয়ে জংশন নির্মাণ করা হবে সিরাজগঞ্জে। চলতি রমজান মাসেই রেলপথ যাচাইয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ