বিরামপুরে মাদক ব্যবসায়ী যুবতির লাশ উদ্ধার
বিরামপুর শহরের স্টেশন রোডে শনিবার (২৩ এপ্রিল) দুপুরে নিজ শয়ন কক্ষ থেকে মাদক ব্যবসায়ী যুবতি বন্যার গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে প্রতিবেশীরা।
প্রতিবেশিরা জানান, স্টেশন রোড এলাকার মশিয়ার রহমানের স্ত্রী এক সন্তানের জননী বন্যা (২৫) দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, অভিযোগের প্রেক্ষিতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা ॥