বগুড়া জেলা খ্রীষ্টান এসোসিয়েশনের ইস্টার পূণর্মিলনী ও অভিষেক
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখা গত শুক্রবার সন্ধ্যায় ওয়াইএমসিএ পলবেসরা অডিটোরিয়ামে ইস্টার পূণর্মিলনী ও নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে ইস্টারের ওপর মূল বক্তব্য রাখেন আন্ত: ধর্মীয় সংলাপ রাজশাহী ও পাল পুরোহিত রাজশাহী ডায়োসিস ফাদার প্যাট্রিক গমেজ।
মূল আলোচকের বক্তব্যে তিনি বলেন, ইস্টার প্রভূ যীশু বিশ্বাসের এক ভিত্তি, আমাদের পুনরুত্থানের নিশ্চয়তা। এছাড়া ইস্টার দু:খ বেদনা পেরিয়ে আশা ও উৎসাহ দান করে।
তিনি আরো বলেন, প্রভূ যীশু নিজেও পনরুত্থান নিশ্চিত করেছেন শূণ্য সমাধি এর বড় প্রমান। তাঁর এ পুনরুত্থান প্রচার করতে হবে। ইহুদী ও রোমিওরা প্রমান করতে পারেনি যীশু পুনরুত্থান করেননি। ইস্টার নতুন আলো ও নতুন পুস্পের উৎসব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মি. হারুন বিশ্বাস, ক্যাথলিক চার্চ মালতিনগর বগুড়ার এমাউস হাউজের ফাদার ফ্রান্সিস সরেন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সহ-সভাপতি জন আগস্টিন বিশ্বাস, সাধারণ সম্পাদক ছবি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মার্গারেট বন্দনা দাস, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট বার্নাড তমাল মন্ডল, সিএলবি বগুড়ার সিটি লিডার সিদ্ধার্থ জাম্বিল।
অনুষ্ঠানে আরাধনা ও ধ্যান পর্ব পরিচালনা করেন বগুড়া ওয়াইএমসিএ ইয়্যূথ ফোরামের এসপায়ার হিউবার্ড রিমন মারান্ডী এবং নবনির্বাচিত অভিষেক ও পরিচিতি অনুষ্ঠানে বিশেষ প্রার্থনা করেন বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর পালক মি. গিলবার্ট মৃধা।
সংগঠনের দপ্তর সম্পাদক মাইকেল আশের বেসরার সঞ্চালনায় অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বগুড়ার মি. নিস্কৃতি হাগিদক।
সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মি. বুলবুল ব্যাপারী জর্জেট এর পরিচালনায় হিউবার্ড রিমন মারান্ডীর সহযোগিতায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
শেষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের পরিচিতি ও ফুল দিয়ে বরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি