সৈয়দপুরে অর্থাভাবে মেরুদন্ডে অপারেশন করাতে না পেরে দুর্বিষহ জীবনযাপন করছেন দিনমজুর শহিদুল
নীলফামারীর সৈয়দপুরে অসহায় ও দুস্থ দিনমজুর শহিদুল ইসলাম (৫০) অর্থাভাবে দীর্ঘ দিনেও মেরুদন্ডে অপারেশন করাতে পারেননি। এতে তিনি যেমন কোন রকম কাজকর্ম করতে পারছেন না, তেমনি দৈনন্দিন চলাফেরায় মারাত্মক কষ্টে দূর্বিষহ জীবনযাপন করছেন। যদিও বিশেষজ্ঞ চিকিৎসক তাকে দ্রুততম সময়ের মধ্যে অপারেশনের পরামর্শ দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর শহরের কাজীপাড়ার শহিদুল ইসলাম (৫০)। তিনি পেশায় একজন দিনমজুর। আবার নিঃসন্তান। স্ত্রীকে নিয়েই তাঁর সংসার। এক সময় দিনমজুরী করে তাঁর অনেকটাই ভালই দিন কাটছিল। কিন্তু প্রায় ১৮ বছর আগে একদিন গাছে উঠে ডালপালা কাটতে গিয়ে পাশে থাকা বাঁশঝাঁড়ের মধ্যে পড়ে পিঠে প্রচন্ড ব্যাথা পান তিনি। এরপর স্থানীয় পল্লী চিকিৎসকরে পরামর্শে ব্যাথানাশত ওষুধ সেবন করে কিছুটা আরোগ্য লাভ করেন। এরপর তিনি দিনমজুরী করে জীবন নির্বাহ করে আসছিলেন। কিন্তু গত বছর তাঁর মেরুদন্ডে আবারও ভীষণ ব্যাথা শুরু হয়। পরবর্তীতে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের শরনাপন্ন হলে তাকে এম আর আই করার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে তিনি এমআরআই করেন যথারীতি। এতে তাঁর মেরুদন্ডে আঘাতসহ দুই হাঁড় সরিয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। এ অবস্থায় চিকিৎসক তাকে অতিদ্রুত মেরদন্ডে অপারেশনের জন্য বলেন। এতে প্রায় দুই লাখ টাকার প্রয়োজন। কিন্তু দিনমজুর শহিদুল ইসলামের পক্ষে অপারেশনের ওই পরিমাণ অর্থ যোগাড় করা অসম্ভব হয়ে পড়ে। তাই তিনি তাঁর মেরুদন্ডে অপারেশনের জন্য বিভিন্নজনের কাছে ধর্ণাও দেন। ইতোমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর সুচিকিৎসায় আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়ে খবরও প্রকাশিত হয়েছে। কিন্তু তাতে তেমন কোন সাড়া মেলেনি অদ্যাবধি।
এদিকে, দীর্ঘদিনেও আঘাতপ্রাপ্ত মেরুদন্ডে অপারেশন করতে না পেরে দিন দিন তাঁর অবস্থার অবনতি ঘটছে। আগে একটু একটু হাঁটাচলা করতে পারলেও বর্তমানে তাও পারছেন না। এখন ঘরে শুয়ে আর বসে কাটছে তার দিনরাত। চিকিৎসক জানিয়েছেন অতি দ্রুত তাঁর মেরুদন্ডে অপারেশন করা না হলে তিনি চিরতরে পঙ্গুত্ব বরণ করতে পারেন। এমন কি তাঁর জীবন নিয়ে আশঙ্কা রয়েছে তাঁর।
এদিকে, শারীরিক অসুস্থতার কারণে কোন কাজকর্ম করতে না পেরে স্ত্রীকে অনেকটাই অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাঁর। বর্তমানে তাঁর স্ত্রী প্রতিদিন অন্যের বাড়িতে ঝিয়ের কাজকর্ম করে অতিকষ্টে সংসার চালাচ্ছেন। সেই সঙ্গে নিজের ভিটেমাটি কিংবা বাড়ি না থাকায় অন্যের বাড়িতে ভাড়ায় থাকতে হচ্ছে তাকে। তাঁর অসুস্থতার কারণে বাড়ি ভাড়াও ঠিকভাবে পরিশোধ করতে না পারায় অনেক মাসের বাড়ি ভাড়া বকেয়া পড়েছে।
এ অবস্থায় অসহায়, ভূমিহীন দিনমজুর শহিদুল ইসলাম জীবন বাঁচাতে তাঁর মেরুদন্ডে অপারেশনের জন্য দেশ-বিদেশের সহৃদয়বান ও সম্পদশালী মানুষের আর্থিক সহায়তা চেয়েছেন। যোগাযোগ: মোবাইল নম্বর : ০১৭৪৪-৯৫০৭৬৪, বিকাশ নম্বর :০১৭৮৫-৭৩৫৫৩৬।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: