বগুড়া সদর থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বগুড়া সদর থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের দত্তবাড়ী তন্ময় কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর থানার ওসি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম।
এছাড়া অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শরাফত ইসলাম, আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল, বিশিষ্ট ব্যবসায়ী মনসুর রহমান, বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আকতারুজ্জামান ডিউক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বগুড়া পৌরসভার প্যানেল পরিমল চন্দ্র দাস, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল, ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ, ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম, সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) জাহিদুল ইসলাম, ইন্সপেক্টর(অপারেশন) শাহীনুজ্জামান, সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তাজলিমুর রহমান, বগুড়া পৌর কাউন্সিলরদের মধ্যে তরুন কুমার চক্রবর্তী, আব্দুল মতিন, রেজাউল করিম ডাবলু, এরশাদুল বারী, মেহেদী হাসান, দেলোয়ার হোসেন পশারী হিরু, রাজু হোসেন পাইকাড় ও রোস্তম আলী, সদর উপজেলার ইউপি চেয়ারম্যানদের মধ্যে এনামুল হক রুমি, রফিকুল ইসলাম, বদরুল আলম, মেহেদী হাসান, জিয়াউর রহমান ও রাজিবুল ইসলাম খান, ম্যাক্স মোটেলের সত্ত্বাধিকারী জিএম সাকলাইন বিটুল, বিশিষ্ট ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ শরীফ মিঠু, সদর থানার সেকেন্ড অফিসার মঞ্জুরুল হক ভূঞাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, সদর থানার সকল কর্মকর্তা ও কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল কাদের। এছাড়া পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানার এসআই সোহেল রানা।

প্রেস বিজ্ঞপ্তি