বগুড়ার আটাপাড়ায় চাঁদা না পেয়ে শ্বাশুড়ি ও ছেলের বউকে পিটিয়ে আহত
বগুড়ায় বাড়ির প্রাচির নির্মাণ করার সময় চাঁদা দাবি করে না পেয়ে শ্বাশুড়ি ও ছেলের বউকে মধ্যযোগীয় কায়দায় পিটিয়ে গুরুতর আহত করেছে। এসময় সন্ত্রাসীরা ওই গৃহবধুর বাড়িতে ঢুকে ভাংচুর করে স্বর্ণালংকার,নগদ টাকাসহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আহতদের উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয়েছে।
এঘটনায় বগুড়া সদর থানায় অভিযোগ করা হয়েছে। জানা যায়,আজ শনিবার বিকেলে বগুড়া শহরের দক্ষিন আটাপাড়ার আনোয়ার হোসেন বকুলের বাড়ির প্রাচির নির্মাণ কাজ চলছিল। এসময় একই এলাকার মৃত আছির উ্িদনের ছেলে ইসলাম ও আসলাম বকুলের স্ত্রী নুরজাহান আক্তার কেমি’র নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায়, ইসলাম কেমি বেগমের গালে চড়থাপ্প্র,কিলঘুষি ও পেটে লাথি মারে, তখন কেমির শ^াশুড়ি আনোয়ারা বাধা দিতে গেলে আসলাম তাকেও পেটে লাথি মারে। এক পর্যায়ে সন্ত্রাসী হিরা,ইসলাম ও আসলামের নেতৃত্বে এলাকার ত্রাস সুন্দরী, লুচি,আমেনা, সামেনা,গুর্ণিহার, ফুর্ণিহার লাকিসহ ১০/১২ জন ব্যক্তি হাতে লাঠি সোঠা নিয়ে কেমি বেগমের বাড়িতে ঢুকে এবং প্রাচির ভেঙ্গে বাড়ি তছনছ করে আলমারি ভেঙ্গে দেড় লক্ষ টাকা , স্বর্ণালংকারসহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় আসলাম কেমি বেগমকে মারপিট করে বিবস্ত্রসহ শরীরের বিভিন্ন স্থানে নির্যাতন করে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এব্যাপারে বগুড়া সদর থানার ডিউটি অফিসার এস আই শরিফ’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মারপিটের কথা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রেস বিজ্ঞপ্তি