মানব কল্যাণে অনন্য দৃষ্ঠান্ত স্থাপন করল পুলিশ লাইন্সের শিক্ষার্থীরা: এসপি সুদীপ
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে রবিবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্টের আয়োজনে প্রজেক্ট অনন্যর উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের ভাইস চেয়ারম্যান এ্যাড. মকবুল হোসেন মুকুল, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ।
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বলেন, মানব কল্যাণে অনন্য দৃষ্ঠান্ত স্থাপন করল পুলিশ লাইন্সের শিক্ষার্থীরা। পবিত্র মাহে রমজানের শিক্ষা মানবতার শিক্ষা। মাহে রমজানে মানুষের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেয়া, ঈদ উদযাপনে করা একে অপররের সাথে মেল বন্ধনে মিলিত হয়ে। মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে যুব রেড ক্রিসেন্ট। যুব রেড ক্রিসেন্টের কর্মীরা বিনাস্বার্থে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সারাবিশ্বে। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাড়ানো একটি মহৎ উদ্যোগ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দ ছড়িয়ে দেয়ার জন্য যুব রেড ক্রিসেন্টের কোমলমতি শিক্ষার্থীরা কাজ করছে। জেলা পুলিশ নিরাপদ বগুড়া হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বলেন, যুব রেড ক্রিসেন্টের সদস্যরা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাড়ানোর যে প্রয়াস তা সত্যিই মুগ্ধ করেছে। তাদের প্রচেষ্টা আগামী দিনে দেশ ও মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করবার এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি শহিদুল ইসলাম, স্কুল শাখা শিক্ষক প্রতিনিধি আনজুয়ারা খাতুন, সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, সিনিয়র শিক্ষক ফেরদৌস আলম, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্টের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক খুরশিদ আলম বাবু, যুব রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের উপ যুব প্রধান মনিরুজ্জামান ইমরান ও রাফি আক্তার, যুব কার্যনির্বাহী সদস্য রায়হান খন্দকার। সহকারী শিক্ষক আল আমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্টের দলের দলনেতা তাসনিয়া ইসলাম। অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করেন প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।

প্রেস বিজ্ঞপ্তি