বগুড়ায় কলেজ থিয়েটারের ইফতার মাহফিল
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শিক্ষক মিলনায়তনে কলেজ থিয়েটার আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক খৈয়াম কাদের।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, কলেজের আরবী বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুর রশীদ, সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম, জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, বগুড়া থিয়েটারের দপ্তর সম্পাদক অলক পাল, নাট্যকর্মী শাহাদৎ হোসেন, আমজাদ শোভন, ওসমান, সোবাহানী বাপ্পী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয়। সার্বিক ব্যবস্থাপনা করেন কলেজ থিয়েটারের যুগ্ম আহবায়ক ঐশি রায়। এসময় উপস্থিত ছিলেন নাট্যকর্মী বিশাল, সাকি, রোকন, জনি, ববিন, বায়েজিদ নিবিরসহ অন্যান্যরা।

প্রেস বিজ্ঞপ্তি