শাজাহানপুরে উদ্বোধনের অপেক্ষায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার
আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে সারা দেশে ৬৫ হাজার ভূমিহীন গৃহহীন পরিবার পাচ্ছেন ভূমিসহ নতুন বাড়ি। এর আওতায় বগুড়ার শাজাহানপুরে ৬৭টি ভূমিহীন গৃহহীন পরিবার পাচ্ছেন ৬৭টি নতুন বাড়ি।উপজেলায় ইতোমধ্যে ৩০টি বাড়ির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আরও ৩৭ টি গৃহ নির্মাণ কাজ চলমান রয়েছে।
আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারাদেশে ৩২ হাজার ৯০৪টি অসহায় ভূমিহীন পরিবারদের মাঝে গৃহ হস্তান্তর করবেন।
রোববার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ এ তথ্য জানান।
প্রেস ব্রিফিং-এ প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
এসময় অন্যান্যের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান,উপজেলা প্রেক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ,শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,শাহাদাত হোসেন,মিলন,সাংবাদিক সাইদুজ্জামান তারা,আরিফুর রহমান মিঠু,মেজবাহুল আলম,শাহ আলম,মিজানুর রহমান,সানোয়ার হোসেন,সজিব,বাবু,মিজু,দুলাল,খাজা রতন,নাজির সহ কর্মরত গণমাধ্যম কর্মিরা অংশ নেন।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ বলেন, প্রতিটি বাড়ি নির্মাণে খরচ হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫শ’ টাকা। নির্মাণ কাজের গুণগত মান নিয়ে যাতে ভবিষ্যতে কোন প্রশ্ন না ওঠে সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভূমিহীন গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করা হয়েছে।এছাড়া উপকারভোগী নির্বাচনেও সরকারি নীতিমালা যথাযথ ভাবে অনুসরণ করা হয়েছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: