পার্বতীপুর রেলওয়ে জংশনে ইফতার মাহফিল
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে ডু-নেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল ২০২২) রেলওয়ে জংশনের ৪ ও ৫ নম্বর প্লাটফর্মে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জংশন এলাকার দুঃস্থ আসহায় ছিন্নমূল মানুষেরা এতে অংশ নেয়।
প্রতিদিনের মতো আজও ৩৫০ জনকে ইফতার করানো হয়। DoNation Foundation Trust এর পক্ষে Syed Apon Ahsan ও তাঁর সকল দাতা বন্ধুদের সহযোগিতায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজক ছিলেন পার্বতীপুর ইয়ং স্টার ক্লাবের সভাপতি জননেতা মোঃ আমজাদ হোসেন, ল্যাম্ব হাসপাতালের প্রজেক্ট ম্যানেজার মাহতাব লিটন ও স্বেচ্ছাসেবকবৃন্দ এবং বাংলাদেশ ৮৮ চ্যারিটি ফোরাম।
উল্লেখ্য যে, রমজানের শুরু থেকেই ডু-নেশনের পক্ষ থেকে পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকার দুঃস্থ আসহায় ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ