শিবগঞ্জে শেষ মহুর্তে জমে উঠেছে ঈদের কেনা-কাটা
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শিবগঞ্জ উপজেলার বন্দরে বন্দরে বিভিন্ন বস্ত্র বিতানের পাঞ্জাবী, রেডিমেন্ট জামা, জুতা-স্যান্ডেল ও কসমেটিক বিক্রেতাদের দোকানে শেষ মহুর্তে জমে উঠেছে ঈদের কেনা-কাটা।
করোনা মহামারীর দুই বছর ব্যবসায়ীরা চাহিদা মত বেচাকেনা করতে পারিনি। অনেকেরই পুজি ঠিক রাখতে হিমশিম খেতে হয়েছে। অনেক ব্যবসায়ীরা মূলধন ভাঙ্গিয়ে নিজের প্রয়োজনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কেনাকাটা করে দেখা দিয়েছে ঘাটতি। এ বছর করোনার প্রকোট কম থাকায় সরকারি বিধি নিষেধ শীথিল হওয়ায় ব্যবসায়ীদের মাঝে লক্ষ্য করা গেছে নতুন রূপে ব্যবসা প্রতিষ্ঠান দার করিয়ে বেচাকেনার প্রস্তুতি। আর এক সপ্তাহ পর ঈদ শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের কেনা-কাটা।
শিবগঞ্জ উপজেলার মহাস্থান, মোকামতলা, কিচক, পীরব, বুড়িগঞ্জ ও শিবগঞ্জ পৌর এলাকার নীমতলাম, নাগর বন্দর, এলাকার প্রতিটি মার্কেট ও বিপনী বিতানগুলো ঘুরে দেখা গেছে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ঈদের কেনাকাটার আমেজ।
এবারে ঈদে শিশু-কিশোরদের তৈরী পোশাক বিক্রি হচ্ছে বেশি। পাশাপাশি মধ্য বিত্ত আয়ের মানুষের মধ্যে বিভিন্ন মেগাসিরিয়ালে নায়ক ও নায়িকাদের পরিহিত পোষাকের নামের পোষাকগুলোর চাহিদা তরুণ-তরুণীদের মাঝে। কেউ কেউ সম্প্রতি পার্শ্ববর্তী ভারতের ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম থ্রি পিচ, পুষ্পা থ্রি পিচ, ডিজে প্যান্ট, পাঞ্জাবিসহ জামা বেশি ক্রয় করছে ক্রেতারা। অভিভাবকদের একটু কষ্ট হলেও সন্তানসহ অন্যান্য প্রিয়জনের মুখে হাসি ফুটাতেই শত সমস্যা উপেক্ষা করে কিনে দিচ্ছেন চাহিদা মতো পোষক-আশাক।
ক্রেতা বিলকিছ বেগম ও নয়নতারা বলেন, প্রতিটি ম্যার্কেট ও কসমেটিকের দোকানে প্রচুর ভিড় লক্ষ্য করা গেলেও বেশি দামের জন্য পছন্দের জিনিস কিনতে পারছিনা। এবারও মার্কেট গুলোতে দেশী-বিদেশী বাহারী বাহারী কাপড়ের সমারহ থাকলেও দাম অনেকটা বেশি।
শিবগঞ্জ উপজেলার নীমতলা এলাকার ভাই ভাই বস্ত্রালয় এর স্বত্বাধিকারী রনজিত কুমার গুপ্ত জানান, গত বছরের চেয়ে এবছর ক্রেতাদের ভিড় বেশি। এবার ঈদের পুরো মৌসুমে ক্রেতাদের তেমন সাড়া পাওয়া না গেলেও ঈদের শেষ মহুর্তে জমে উঠেছে বেচা-কেনা। এতে করে গত দুই বছরের লোকসান কিছুটা পুশিয়ে নেওয়া যাবে। অন্য বছরের তুলনায় এবার লাভের মুখ একটু হলেও দেখব বলে আশা করছি।
মোকামতলা বন্দরের মিঠু ক্লোথ স্টোবের স্বত্বাধিকারী মিঠু বলেন, এ বছরও ঈদের বেচাকেনা ১০ রোজার পর থেকে একটু শুরু হয়েছে। তবে এবার বাজার গুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তাই আশা করা যায় এবার ঈদের ব্যবসা খুব ভালো হবে।
কসমেটিক ব্যবসায়ী আবুল কালাম আজাদ ও অশিত কুমার জানান, গত বারের চেয়ে এবারের বেচাকেনা অনেকটা ভালো পরিলক্ষিত হচ্ছে। বস্ত্রবিতানগুলোতে ভিড় লক্ষ্য করা গেলেও কসমেটিকের দোকানে আশানুরুপ বেচাকেনা হচ্ছে না।

সোহেল আক্তার মিঠু, (শিবগঞ্জ) বগুড়া প্রতিনিধিঃ