বগুড়ায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
জেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষা অফিস বগুড়া এ আয়োজন করে।
জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. হযরত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিস বগুড়ার সহকারি পরিদর্শক মোছা. হাবিবা ইয়াছমিন, মোছা. নিশাত ইয়াছমিন, মো. রেজওয়ানুল হক, মো. হাসানুজ্জামান, ডিটিসি এবিএম সাজ্জাদুল ইসলাম, সহকারি প্রোগ্রামার মহি উদ্দিন, একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান প্রমুখ।
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ৫টি বিষয়ে মোট ১৩ জন পুরস্কার পেয়েছে। প্রতিবন্ধী ও অটিষ্টিক শিক্ষার্থীরা এ বছর প্রথম অংশগ্রহন করে।
শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, সম্মাননা ক্রেস্ট ও বই তুলে দেন।

প্রেস বিজ্ঞপ্তি