স্ত্রীর লাশ নিয়ে ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্বামীসহ নিহত ২
অ্যাম্বুলেন্সে স্ত্রীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে বগুড়া শেরপুরে বাসের ধাক্কায় ওই নারীর স্বামীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের ছেলেসহ দুজন।
সোমবার বিকেলে বগুড়া শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতরা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন ৪৫ বছর বয়সী আয়নাল হক গাইবান্ধা জেলার সদর উপজেলার কলমা বাজার এলাকার ফরিদ উদ্দিনের ছেলে। তিনি মৃত ওই নারীর স্বামী। আরেকজন হলেন পিরোজপুর কাউখালি উপজেলার ৩৫ বছর বয়সী দ্বীন ইসলাম যিনি দুর্ঘটনার শিকার অ্যাম্বুলেন্সের চালক ছিলেন। এদিকে দুর্ঘটনায় আহতরা হলেন নিহতের ছেলে ৩০ বছর বয়সী ফিরোজ আলী এবং গাইবান্ধা সদর উপজেলার ১০ বছরের শিশু নিজাম। আহত সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বগুড়া থেকে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে ঘোগা বটতলা এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আয়নাল। আহত হন আরও তিনজন। তাদেরকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে অ্যাম্বুলেন্স চালক দ্বীন ইসলাম মারা যান।
জানা যায়, গুরুতর অসুস্থ অবস্থায় নিহত আয়নালের স্ত্রী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন স্বজনরা। কিন্তু পথেই তারা দুর্ঘটনার শিকার হন।
এ প্রসঙ্গে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। বাস ও অ্যাম্বুলেন্স তাদের হেফাজতে নেয়া হয়েছে।

ষ্টাফ রিপোর্টার