বগুড়ায় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
বগুড়ার দুপচাঁচিয়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়নের বড়িয়া ব্রীজের নিচে থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায় গ্রেফতারকৃত সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৩ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রামদা, ১০ ইঞ্চি দৈর্ঘ্যের দুটি বার্মিজ চাকু, ২০ ইঞ্চি দৈর্ঘ্যের একটি হাসুয়া,৩০ ইঞ্চি দৈর্ঘ্যের একটি শাবল, ৪৫ ও ১৫০ ফিট দৈর্ঘ্যর একটি করে রশি, তিনটি মানকি ক্যাপ, ৩০ ইঞ্চি দৈর্ঘ্যের দুটি লোহার রড, ২৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতি প্রস্তুতির কাজে ব্যবহত পিকআপ ভ্যানটিও জব্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, জিহাদ হোসেন (১৯), মাশরাফি হোসেন মুরাদ (১৯), কাওছার হোসেন(২০), সোহেল রানা বাবু (২১) ও আলিফ হোসেন(২৩)। যারা সকলে জয়পুরহাট ও নওগাঁ জেলার বাসিন্দা।
দুপচাঁচিয়া থানা পুলিশ সূত্র জানায়, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলী ও সঙ্গীয় ফোর্সসহ একটি টিম আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়নের বড়িয়া ব্রীজ এলাকায় টহল ডিউটি করছিলেন। ওই সময় ৮ থেকে ১০ জন যুবকের একটি দল পিকআপ ভ্যানে করে টহল পুলিশের দিকে আসতে থাকে। উপস্থিত পুলিশ সদস্যদের অভিযুক্তদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পিকআপ ভ্যানটি থামানোর জন্য সংকেত দেয়। ডাকাতদলের সদস্যরা অবস্থা বেগতিক বুঝতে পেরে তাৎক্ষণাৎ পিকআপ ভ্যান থামিয়ে পালাতে শুরু করেন। ওই সময় পুলিশ সদস্যরা গ্রেফতার ৫ জনকে আটক করতে সক্ষম হয়। তবে ডাকাতদলের বাকি সদস্যরা ৪ থেকে ৫ জন ফাঁকা মাঠে পালিয়ে যায়৷
এ প্রসঙ্গে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হওয়ার কথা স্বীকার করেছেন। রাতে সংঘবদ্ধ ভাবে দেশীয় অস্ত্রসহ তারা বের হয়ে বিভিন্ন সড়কে লুটপাট করতেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। তিনি আরো জানান, গ্রেফতার সবার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। শুধু তাই নয় তদন্তে তাদের আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হবে।

ষ্টাফ রিপোর্টার