সাংবাদিক এমদাদ এর পিতার মৃত্যুতে প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক প্রকাশ
বগুড়া প্রেসক্লাবের সদস্য ও টেলিভিশন চ্যানেল এনটিভির বগুড়ার স্টাফ ক্যামেরা পার্সন এমদাদুল হক এমদাদ এর পিতা সামছুল হক প্রামানিক সামছু গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের কৈপাড়া বসুন্ধরা এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি-----রাজেউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
রবিবার তারাবি নামাজের পর কৈপাড়ায় প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সোমবার সকালে তাঁর গ্রামের বাড়ি গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বৈঠাভাঙ্গা গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক করবস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর নামাজে জানাজায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ স্বর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিজীবনে তিনি কৃষি কাজ করতেন।
মরহুমের মৃত্যুতে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টুসহ প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সকল সদস্য শোক প্রকাশ করেছেন। এছাড়া বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) এর সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক জেএম রউফ শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা। (খবর বিজ্ঞপ্তি)

প্রেস বিজ্ঞপ্তি