বিরামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে অবহিতকরণ সভা
দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে কিশোর,কিশোরী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে জাতীয় পুষ্ঠি সপ্তাহের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের হল রুমে (২৬ এপ্রিল) ”সঠিক পুষ্টি, সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে পুষ্টি গুন সম্পুর্ণ খাবার নিয়ে আলোচনা করেন।
এই সময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শ্যামল কুমার রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার,পাইলট স্কুলের প্রধান শিক্ষক আরমান হোসেন, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন , আবাসিক মেডিকেল অফিসার ডা: তাহাজুল ইসলাম,মেডিকেল অফিসার সামছুজ্জামান ও ডা: পূজা শাহা প্রমূখ।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ॥