পার্বতীপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর
দিনাজপুরের পার্বতীপুরে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ,পার্বতীপুর। সভাপতিত্ব করেন মুহাম্মদ ইসমাঈল,উপজেলা নির্বাহী অফিসার,পার্বতীপুর উপজেলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরুল মোমেনিন মোমিন, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রুকশানা বারী রুকু, মহিলা ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ,জননেতা মোঃ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, পার্বতীপুর উপজেলা শাখা, ইমাম জাফর, ওসি মডেল থানা, আব্দুল্লাহ আল-মামুন ওসি রেলওয়ে থানা ও আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী,পার্বতীপুর।
অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে ৯৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং উপকারভোগীগণ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রীতম সাহা,সহকারী কমিশনার (ভূমি), পার্বতীপুর উপজেলা।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ