পোরশায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ঘর পেলেন ৩৪ পরিবার
সারাদেশের ন্যায় নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসাবে ঘর পেলেন ৩৪টি গৃহহীন পরিবার।
মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের উদ্বোধন করেন। এর ফলে উপজেলার ৩৪টি পরিবার ঈদের আগেই উপহারের ঘরে উঠবেন।
একই দিন ঘরগুলির চাবি ও দলিলপত্র হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, সহকারি কমিশনার(ভূমি) জাকির হোসেন, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :