হাকিমপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের বাড়ী হস্তান্তর
দিনাজপুরের হাকিমপুরে ভূমিহীন ৪০টি পরিবারের মাঝে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমি সহ বাড়ী হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে দিনাজপুর- ৬ আসনের সাংসদ শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে এসব পরিবারের হাতে দলিল ও বাড়ী হস্তান্তর করেন।
এ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর এ আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন উপজেলার ১ নং খট্রা-মাধবপাড়া ইউনিয়ন চেয়ারম্যান কাওছার রহমান, ২ বোয়ালদাড় ইউনিয়ন চেয়ারম্যান ছদরুল ইসলাম, ৩ আলীহাট ইউনিয়ন চেয়ারম্যান সুফিয়ান সহ অনেকে।

দিনাজপুর প্রতিনিধিঃ