বগুড়ায় শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদ মার্কেট
গত দু’ বছর করোনার কারনে ঈদ মার্কেটগুলোতে তেমন ভীড় না থাকলেও এ বছর বগুড়ায় রোজার শুরু থেকেই মার্কেটে লোকজনের আনাগুনা ছিল চোখে পড়ার মত। তবে এখন শেষ মুহুর্তে আরো বেশি জমে উঠেছে ঈদ মার্কেটগুলো।
শহরের অভিজাত বিপনী বিতানগুলোতে উচ্চবিত্তরা কেনাকাটা করছেন। কিন্তু পা ফেলার জায়গা নাই শহরের নিউ মার্কেট এবং অন্যান্য মার্কেট গুলোতে। দোকান ঘুরে ঘুরে পছন্দের জিনিষ কিনে হাসি মুখে বাড়ি ফিরছে ক্রেতারা।
এবছর মেয়েদের বারিশ, কাচা বাদাম, এবং পুষ্পা নামের পোশাকগুলোর চাহিদা অনেক বেশি। বগুড়ার বিশাল নিউ মার্কেটে সকাল থেকে মধ্য রাত পর্যন্ত গমগম করছে নারী পুরুষের পদচারনায়। এদের মধ্যে নারী ক্রেতার সংখ্যাই বেশী। তবে গরম বেশি থাকাই এবছর মেয়েরা সুতি পোশাক কিনতেই বেশি আগ্রহী হচ্ছেন। অপরদিকে বিক্রি বেশি হওযায় বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে।

ষ্টাফ রিপোর্টার