শাজাহানপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারে ঘর পেল ৩০টি গৃহহীন পরিবার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ৩০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদে হলরুমে ৩০ টি পরিবারের মাঝে জমির মালিকানা দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপকারভোগীদের হাতে ঘরের চাবি ও দলিল তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী,সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম।
এ সময় মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান,চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু,মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান,আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান,মুক্তিযোদ্ধা হয়রত আলী,মুক্তিযোদ্ধা লিয়াকত আলী,মুক্তিযোদ্ধা নীরেন্দ্র মহন সাহা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ বলেন,উপজেলার ডোমনপুকুর আশ্রয়ন প্রকল্পের প্রতিটি বাড়ি নির্মাণে খরচ হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫শ’ টাকা। নির্মাণ কাজের গুণগত মান নিয়ে যাতে ভবিষ্যতে কোন প্রশ্ন না ওঠে সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভূমিহীন গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করা হয়েছে। উপকারভোগী নির্বাচনেও সরকারি নীতিমালা যথাযথ ভাবে অনুসরণ করা হয়েছে বলেও জানান তিনি।এছাড়া প্রকল্প এলাকায় একটি পুকুর সংস্কারের মাধ্যমে সৌন্দর্য্য বর্ধণ করে দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি করা হয়েছে।পাশাপাশি সুন্দর পরিবেশে বিনোদনের জন্য একটি মিনি পার্ক নির্মাণের কাজ চলছে।
এছাড়া আশ্রয়ণ-২ প্রকল্পের ৩য় পর্যায় ২য় ধাপে ভূমিহীনদের মাঝে আরও ৩৭টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ