নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১২৮ গৃহহীন পরিবার
মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে বগুড়ার নন্দীগ্রামে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ১২৮টি ঘর ঈদ উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।
এরপর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঘরগুলো গৃহহীনদের মাঝে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সিনিয়র সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, কৃষি অফিসার কৃষিবিদ আদনান বাবু, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, প্রমুখ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ আওতায় প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া হয় ২ লাখ ৫৯ হাজার ৫শত টাকা। প্রতিটি সেমিপাকা ঘরে ২টি রুম, একটি বারান্দা, একটি কিচেন ও একটি ওয়াশরুম রয়েছে। ১২৮ ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেয়ে তারা বলেন, আমরা এতদিন অন্যর দারে দারে ঘুরে জীবনযাপন করেছি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাই। এবং দোয়া করি তিনি সারাটা জীবন আমাদের প্রধানমন্ত্রী হয়ে থাকুক।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :